কোম্পানীগঞ্জে উদ্ধার হওয়া বিপুল...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ থানা...
ছবি সংগৃহীত
সিলেট মহানগরীর ৪১ নং ওয়ার্ডের পশ্চিমভাগ আবাসিক এলাকায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের হয়েছে।
শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ডিউটি অফিসার এসআই তরুন। তিনি জানান, ঐ পরিবারের পক্ষ থেকে আনোয়ার হোসেনের বাদি হয়ে এই মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এরআগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোররাতে পশ্চিমভাগ আবাসিক এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের বাড়িতে ডাকাতরা হানা দেয়। ঘরের পেছনের গ্রিল ও দরজা ভেঙে আনোয়ার ও তার শ্যালক কামরুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় ভরি সোনা, নগদ ৮ লাখ টাকা, একটি মোটরসাইকেল, আই-ফোনসহ ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে থানাপুলিশ ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট- সিআইডি। আনোয়ারের নয় ভাইয়ের মধ্যে কয়েকজন প্রবাসী বলে জানা গেছে।
এসএ/সিলেট