সিকৃবিতে রোভার সহচর ওরিয়েন্টেশন ২৪...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে রোভার সহচর ওরিয়েন্টেশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিকৃবি ক্যাম্পাসে অনুষ্ঠিত নবাগত...
সিলেটের কোম্পানীগঞ্জ থানার আলোচিত শাহীন আহমদ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহেদ আহমদকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ( ৮ নভেম্বর) ভোর ৪টায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে যাত্রাবাড়ী থানাপুলিশ তাকে গ্রেফতার করে।
শাহেদ কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের নিজগাঁও রাইজুরী টিলার রজব আলীর ছেলে। গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ। তিনি জানান, যাত্রাবাড়ী থানা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আসামিকে সিলেটে নিয়ে আসা হচ্ছে।
গত ঈদুল ফিতরের দিবাগত রাত পৌনে ৮টায় কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস নিজগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হন ইলেকট্রিক্যাল ব্যবসায়ী শাহিন আহমদ। তিনি ওই গ্রামের আলমাছ আলীর ছেলে।
এ ঘটনায় ১৫ এপ্রিল নিহতের ভাই শামীম আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইছাকলস নিজগাঁওয়ের মরম আলী, আনোয়ার হোসেন, শাহেদ আহমদ, জামাল মিয়া, বোরহান উদ্দিন, কদ্দুছ মিয়া্, আশক আলী, মছকন্দর আলী, দেলোায়ার হোসেন দিলু, হিরন মিয়া সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।
এসএ/সিলেট