নগরীতে জুয়ার আসরে পুলিশের হানা, আটক ৩

post-title

ছবি সংগৃহীত

সিলেট নগরীর চালিবন্দর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৩ জনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালী থানাপুলিশ এ অভিযান চালায়।

আটকরা হলেন- নগরীর শাহপরাণ থানাধীন পীরেরবাজার মোকামেরগুলের কামাল আহমদের ছেলে সুমন আহমদ, হবিগঞ্জের বানিয়াচং থানার পাথারিয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে আবদুল আহাদ ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহপুর গ্রামের মহব্বত আলীর ছেলে মোকাররম হোসেন।

আটককৃতদের বিরুদ্ধে সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৯৫ ধারায় নন এফআইআর মামলায় আটক দেখিয়ে আদালতে সোর্পদ করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএ/সিলেট