সিলেটে যুবলীগের সাবেক সভাপতি গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে সিলেট মহানগরীর মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইকবাল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং কোম্পানীগঞ্জের ইসলামপুর গ্রামের আবদুল মালেক আমিনের ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, ইকবালের বিরুদ্ধে কোতোয়ালী থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইন মামলা রয়েছে। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ/সিলেট