দেশের অর্থনীতির ভীত মজবুতে আয়কর...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন দেশের অর্থনীতির ভীত মজবুতে আয়কর প্রদানকারীদের গুরুত্বপূর্ণ...
উৎসবমুখর পরিবেশ আর নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্নাতক প্রথম বর্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
রোববার (৩ নভেম্বর ) দুই ধাপে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
এসময় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিমের সভাপতিত্বে এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে ‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে দুপুর আড়াইটায় 'বি', 'সি' ইউনিট অর্থাৎ মানবিক ও ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও কার্যক্রম এবং নবীন শিক্ষার্থীদের পরিচিত করার লক্ষ্য ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়। এছাড়াও নবীন শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেজন্য প্রক্টরিয়াল নীতিমালা ও যৌননির্যাতন প্রতিরোধ সেল সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "দেশসেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পেরেছ এটা গৌরবের। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।" তিনি আরো বলেন, পড়ালেখা ও গবেষণার পাশাপাশি শরীরচর্চা করতে হবে। কখনো নেশাগ্রস্ত হওয়া যাবে না, এমনকি সিগারেট না খেতেও নির্দেশনা দেন শিক্ষার্থীদেরকে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, "এখন থেকে তোমাদেরকে ৩ ধরনের ডিসিপি¬ন মেনে গ্রাজুয়েশন শেষ করতে হবে তা হলো- একাডেমিক ডিসিপি¬ন, আর্থিক ডিসিপি¬ন ও প্রক্টরিয়াল ডিসিপ্লিন। এসব নিয়ম শৃঙ্খলা মেনে শিক্ষার্থীদের চলতে ও যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।"
জুলাই বপ্লিবে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, "টিলা বেষ্টিত সবুজ ক্যাম্পাসে তোমাদের পদচারণা মঙ্গল হোক। বিশ্ববিদ্যালয় হলো মুক্ত জ্ঞান চর্চার জায়গা। সেই মুক্ত জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, একটি আদর্শ সমাজ বিনির্মাণে যেরকম মানুষ দরকার আমরা সেরকম মানুষ তৈরি করতে চাই।"
এসএ/সিলেট