সিলেটে টাস্কফোর্সের অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা

post-title

ছবি সংগৃহীত

সিলেট মহানগরীতে নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। এসময় দুটি মুদি দোকান ও একটি পোল্ট্রি ফার্মে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে মহানগরীর ওসমানী মেডিক্যাল কলে রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিদপ্তরের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগীতা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের (মেট্রো) সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। তিনি জানান, বাজার স্থিতিশীল রাখতে এ রকম অভিযান অব্যাহত থাকবে।

এসএ/সিলেট