হবিগঞ্জে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি’র হাতে আটক ২

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩০ অক্টোবর) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সিংহগ্রাম এলাকার রাধাগোবিন্দ সরকারের পুত্র রতন সরকার ও মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের আজিজুল হকের পুত্র আরিফুল ইসলাম রাকিব।

বিজিবি সরাইল (২৫) ব্যাটালিয়ানের অধিনায়ক লে, কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রজু করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ/সিলেট