ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন টাইগার যুবারা...
এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে। গত বছর এই দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে বাংলাদেশ। তবে এবারের...
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন-২০২৪ এ কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে টানা তৃতীয়বার নির্বাচিত হয়েছেন সিলেটের মো. মাহি উদ্দিন আহমদ সেলিম।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদ্য সাবেক সাধারণ সম্পাদক, সিলেট বিভাগীয় ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. মাহি উদ্দিন আহমদ সেলিম এর আগে দুইবার বাফুফে’র নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ২৬ শে অক্টোবর ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাহী কমিটির ২১ পদের মধ্যে ২০টির বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ৪৬ জন প্রার্থী। সভাপতি পদে ২ জন, ৪ সহসভাপতি পদে ৬ জন ও ১৫টি সদস্য পদে নির্বাচন করেছেন ৩৭ জন। সভাপতি পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল।
এদিকে, সিলেটের মো. মাহি উদ্দিন আহমদ সেলিম টানা তৃতীয়বার বাফুফের সদস্য নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন সিলেট বিভাগীয় ও জেলা ফুটবল এসোসিয়েশন, ক্লাব কর্মকর্তা, সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
তাঁর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় বাংলাদেশের ফুটবল ও সিলেটের ক্রীড়াঙ্গন আবারো নবোদ্যমে উজ্জীবিত হয়ে উঠবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসএ/সিলেট