বিশ্ব তৃতীয় পারমাণবিক যুগের...
বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন। খবর...
লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার সন্ধায় (২৬ অক্টোবর) অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, লেবাননে জেদেইদেহ মারজায়ুন শহরে এই অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ ছাড়া বৈরুতে রাতভর হামলার তথ্য জানিয়েছে লেবাননের এই সংবাদ সংস্থা। বলা হয়েছে, বুরজ আল-বারাজনেহ, হারেত হেরিক এবং আল হাদাতে হামলা চালায় ইসরায়েল।
তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।
এদিকে গতকাল শনিবার ইসরায়েলি বাহিনী ইরানে ব্যাপক হামলা চালায়। এতে ইরানের অন্তত চার সেনা নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, ইরানের তাদের অভিযান সফল হয়েছে এবং যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরেছে।
এ ছাড়া গাজাতেও অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং অন্তত ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।
এসএ/সিলেট