শাবিপ্রবিতে 'শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) 'শহিদ জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২৪' এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন 'শিকড়'র ২৪তম কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিউম আলম পূর্ণ এবং সাধারণ সম্পাদক পদে একই শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী দিবাকর বিশ্বাস দিগ›ত মনোনীত হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) সকালে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আফরোজা আক্তার রোজী, সহ-সাধারণ সম্পাদক পারমিতা রায়, সাংগঠনিক সম্পাদক সাদমান মুতাছছিম ইফাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোকছেদুল ইসলাম, দপ্তর সম্পাদক অলকানন্দা দাস বর্ষা, সহ-দপ্তর সম্পাদক রানা সিংহ, কোষাধ্যক্ষ শাহরিয়ার আলম আলভী, আলোকসজ্জা সম্পাদক রিপন সেন, সহ-আলোকসজ্জা সম্পাদক মোহাম্মদ মিনহাজ।
এছাড়া রয়েছেন সঙ্গীত ও নৃত্যকলা সম্পাদক সম্বিতা মল্লিক, সহ-সঙ্গীত সম্পাদক সুকান্ত বিশ্বাস, সহ-নৃত্যকলা সম্পাদক পুর্নতা বিশ্বাস, আবৃত্তি ও সাহিত্য সম্পাদক অর্পা মোদক, সহ-আবৃত্তি ও সাহিত্য সম্পাদক লাবিব নাহদি, নাট্যকলা সম্পাদক অনসূয়া আচার্য্য রাখি, সহ-নাট্যকলা সম্পাদক অয়ন দেবনাথ, চিত্রকলা সম্পাদক মারিয়া প্রতীক্ষা, সহ-চিত্রকলা সম্পাদক সুবাহ সাইবা এশা, প্রকাশনা সম্পাদক অনিক দেবনাথ, সহ-প্রকাশনা সম্পাদক সাফিউজ্জামান আকাশ, প্রচার সম্পাদক প্রত্যাশা হোসেন, সহ-প্রচার সম্পাদক অরুণিমা দাস, কার্যকরী সদস্য মুন্তাকিল আকিল তুহিন ও বিজয়া রায় পূজা।
গত ২৪ অক্টোবর ইউনিভার্সিটি সেন্টারেরর ১০৩ নং রুমে শিকড়ের ২৩তম কার্যকরী পর্ষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিকড়ের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ফারজানা সিদ্দিকা। 'মুক্ত সংস্কৃতির চর্চায় গড়ে তুলি মানববন্ধন' শ্লোগানকে সামনে রেখে ১৯৯৫ সালে আনুষ্ঠানিকভাবে শাবিপ্রবিতে এ সংগঠনের যাত্রা শুরু হয়।
এসএ/সিলেট