সিকৃবিতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে সিকৃবি কর্তৃপক্ষের বিবৃতি

post-title

ফাইল ছবি

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়- কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯(নয়)টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ১ম বর্ষ (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) স্নাতক (সন্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কর্তৃপক্ষ। পরীক্ষার আগের রাতে (২৪ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নস্যাৎ করার লক্ষ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের বাহিরে টানানো ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা সংবলিত ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার মাধ্যমে ভর্তি পরীক্ষা বানচাল করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছে বলে সিকৃবি প্রশাসন মনে করে।

এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এহেন রাষ্ট্রবিরোধী ঘৃন্য ও নিন্দনীয় কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানায়। এ ধরনের অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িতরা বিশ্ববিদ্যালয় তথা বর্তমানের অন্তবর্তীকালীন সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে চায়।

এধরনের অবৈধ কর্মকান্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষার্থে এ বিষয়ে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করে সিকৃবি কর্তৃপক্ষ।   


এসএ/সিলেট