মুখ বেঁকে গেছে- কটাক্ষে কড়া জবাব আলিয়ার

post-title

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সিনেমায় অভিষেক হয়েছে করণ জোহরের হাত ধরে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমায় অভিনয় শুরুর পর থেকে অনেকটা সময় পেরিয়েছে। জীবনেও এসেছে পরিবর্তন।

রণবীর কাপুরের সঙ্গে বিয়ে তারপর জন্ম দিয়েছেন সন্তানের। সংসার ও একেরপর এক অভিনয় করে কাটছে তার ব্যস্ত সময়। এতকিছুর মধ্যে আলিয়ার চেহারাতেও এসেছে পরিবর্তন। কিন্তু এই চেহারা পরিবর্তন নিয়ে মাঝে মধ্যেই অভিনেত্রীকে পড়তে হয় কটাক্ষের মুখে। সম্প্রতি এমনই এক কটাক্ষের কড়া জবাব দিলেন আলিয়া।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ত্রিশের গণ্ডি পেরোতই নাকি বোটক্সের সাহায্য নিচ্ছেন আলিয়া, এমনটাই দাবি করা এক প্রতিবেদনের বিরুদ্ধে বডি শেমিং-এর অভিযোগ এনেছেন অভিনেত্রী আলিয়া ভাট।

শুক্রবার সকালে ইনস্টাগ্রাম স্টোরিজে এই দাবিকে গুজব সম্বোধন করে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিন কড়া ভাষায় দীর্ঘ পোস্ট লিখেছেন অভিনেত্রী।

পোস্টে আলিয়া লিখেছেন, ‘যারা চেহারায় অস্ত্রোপচার করিয়েছেন, তাদের বিরুদ্ধে আমার কোনও মতামত নেই। এটা তাদের ব্যক্তিগত অভিরুচি।

কিন্তু এটা কী! দাবি করা হচ্ছে অস্ত্রোপচার করাতে গিয়ে নাকি আমার মুখ বেঁকে গেছে, আমার হাসিতে পরিবর্তন এসেছে। আমার কথা বলার ধরনও নাকি অদ্ভুত।

একটা মানুষের মুখ নিয়ে আপনাদের মনগড়া মতামত এই সব! এই ধরনের মন্তব্যের নেপথ্যে আপনারা আবার বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছেন! আমার মুখের একটা দিক নাকি পক্ষাঘাতগ্রস্ত। আপনারা কি মশকরা করছেন?’

এখানেই শেষ নয়। আলিয়া আরও লেখেন, ‘এই দাবিগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার কোনও প্রমাণ নেই, যুক্তি নেই।

তার চেয়েও খারাপ হল, অল্পবয়সী ছেলেমেয়েদের এই সব আবর্জনার মতো মিথ্যে তথ্য জানান দিয়ে আপনারা তাদের প্রভাবিত করছেন। ভিত্তিহীন এসব দাবি গুলো নিয়ে কি জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছেন?’

আলিয়া আরও লেখেন, ‘নারীদের মুখ, নারীদের শরীর, নারীদের ব্যক্তিগত জীবন, এমনকি নারীদের স্ফীতোদর নিয়ে নানা মানুষের নানা মন্তব্য নিয়ে আলোচনা সামাজিক মাধ্যমে।

চলুন, আমরা সকলে একটা মিনিটের জন্য অন্তত বিষয়টির প্রতিবাদ জানাই। এই ধরনের মন্তব্য মানুষের মধ্যে হীনম্মন্যতা তৈরি করে। আরও দুঃখের বিষয় হল, এসব বিষয় নিয়ে সায় দিতে দেখা যায় নারীদেরও।’

 

দু'বছর আগে মেয়ের জন্ম দিয়েছেন আলিয়া। ৩১ বছর বয়সী আলিয়া আরও বলেন, নারীদের প্রায়শই তাদের শরীর দিয়ে বিচার করা হয়,চলে অবিরাম কাটাছেঁড়া। বাদ যায় না হবু মায়ের বেবি বাম্পও।

আলিয়া আরও যোগ করেছেন 'দুঃখজনক অংশ' হ'ল 'এই কটূক্তির অনেকটাই অন্য নারীদের কাছ থেকে আসে'।

অভিনেত্রী আক্ষেপ করে বলেন, ‘আমরা একে অপরকে নীচু করতে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে এটি প্রায় স্বাভাবিক হয়ে গেছে।’

আলিয়াকে সম্প্রতি ভাসান বালার থ্রিলার ‘জিগরা’তে দেখা গেছে। ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। আগামিতে রণবীর ও ভিকি কৌশলের সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যাবে তাকে। এছাড়াও দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রোজেক্ট ‘জি লে জারা’ও হাতে আছে আলিয়ার।

এসএ/সিলেট