সিকৃবিতে রোভার সহচর ওরিয়েন্টেশন ২৪...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে রোভার সহচর ওরিয়েন্টেশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিকৃবি ক্যাম্পাসে অনুষ্ঠিত নবাগত...
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আমাদের সিলেটের সবার মধ্যে রয়েছে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা আর সাহচর্য। কিছু কিছু কুমতলববাজ ব্যক্তি বা গোষ্ঠী হীন স্বার্থ হাসিল করতে সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়ার চেষ্ঠা করেছে কিন্তু সিলেটের মানুষ সেটি প্রত্যাখান করেছে।’
তিনি শুক্রবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা শাখার উদ্যোগে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন। শ্রী শ্রী গোপাল জিউ সেবা সংঘ এই অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি আরো বলেন, ‘সিলেটবাসী সাম্প্রদায়িকতাকে কখনো প্রশ্রয় দেয়নি। সংখ্যালঘিষ্ঠ এবং সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো শব্দ নেই। সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি। বিপদ-আপদে এক সম্প্রদায়ের দুঃখে অন্য সম্প্রদায় বাড়িয়ে দিয়েছে সহানুভূতির হাত। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করতে কখনো ব্যক্তিগত আক্রোশ, কখনোবা রাজনৈতিক ফায়দা লুটতে তা নস্যাৎ করার চেষ্টা করলেও কখনো সফল হয়নি। সিলেটের মানুষ সম্মিলিতভাবে তা রুখে দিয়েছে।’
দীপঙ্কর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ দেব, সাধারন সম্পাদক চন্দন দাস, দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন।
বক্তব্য রাখেন- সিলেট মহানগর পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, শৈলেন কর, অরিন্দম দাস হাবলু, আপন দাস, উজ্জল চন্দ, সঞ্জিব দত্ত, জনার্দন চক্রবর্তী মিন্টু, অধ্যাপক প্রতাপ চৌধুরী প্রমুখ।
এসময় আরিফুল হক চৌধুরী আরো বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ফায়দা লুটতে না পারে, সে জন্য ধর্মীয় অনুশাসনগুলো প্রতিপালনের পাশাপাশি সবকিছু বিচার করতে হবে যুক্তি দিয়ে। প্রসার ঘটাতে হবে আমাদের মানবিক দৃষ্টিভঙ্গির। চর্চা করতে হবে শিক্ষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির। কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে কি না তা উপলব্ধি করতে হবে নিজের বিচারবুদ্ধি দিয়ে। সর্বোপরি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রুখে দিতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে চির ধরাতে চাওয়া অপশক্তিকে। তাহলেই বজায় থাকবে আমাদের সম্প্রীতির বন্ধন। গড়ে উঠবে বৈষম্যহীন দেশ।’
এসএ/সিলেট