সুনামগঞ্জে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে...
পারিবারিক কলহের জেরে সুনামগঞ্জে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমাদবাদ গ্রামে এ...
সুনামগঞ্জে জামায়াতের সমাবেশে মো. ফখরুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম বলেছেন, দেড়যুগ পরে উন্মুক্ত পরিবেশে সুনামগঞ্জে জামায়াতের জনশক্তি সমাবেশে অনুষ্ঠিত হচ্ছে। ২০০৬ সালের ২৮ অক্টোবরে শেখ হাসিনার নির্দেশে ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ডের মাধ্যমে ফ্যাসিবাদ আওয়ামী লীগ এদেশে তাদের স্বৈরাচারী শাসন ব্যবস্থার সূত্রপাত করেছিল।
পর্যায়ক্রমে সারাদেশে জামায়াতসহ বিরোধী দলের সকল কার্যক্রমে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছিল। ২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে দেশের মানুষ আবার স্বাধীনতা ফিরে পেয়েছে। পল্টনের লগি-বৈঠা হত্যাকান্ড, বিডিআর হত্যাকান্ড, শাপলাচত্বর হত্যাকান্ডসহ স্বৈরাচার সরকারের হাতে নিহত সকল শহীদদের আমরা আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
তিনি শুক্রবার সকালে সুনামগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াত আয়োজিত ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত নৃশংস পল্টন হত্যাকান্ড ও ২৪ সালের জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরো বলেন, ২৮ অক্টোবর জামায়াতের পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশে স্বৈরাচার শেখ হাসিনার সরাসরি নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ রক্তের হুলিখেলায় মেতে উঠেছিল। রক্তের নেশায় উন্মুত্ত সন্ত্রাসীরা সেদিন জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হায়েনার মতো, জানোয়ারের মতো ঝাপিয়ে পড়েছিল। সাপের মতো পিটিয়ে পিটিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছিল। দেশ-বিদেশী আগ্নেয়াস্ত্র নিয়ে সরাসরি গুলিবৃষ্টি চালিয়েছিল। লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছিল। লাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে লাশের মুখ বিকৃত করেছিল। দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় যার জ¦লন্ত প্রমাণ রয়েছে। বিশ্ব বিবেক, মানবতা সেদিন বিস্মিত হয়েছিল। সেদিন বাংলাদেশ যে পথ হারা হয়েছিল ২০২৪ সালের ছাত্র-জনতার গণবিপ্লবের মাধ্যমে প্রিয় জন্মভুমি সেই পথের দিশা পেয়েছে।
সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর এডভোকেট মো. নূরুল আলমের সভাপতিত্বে, পৌর সেক্রেটারী আব্দুস সাত্তার মোঃ মামুন ও সদর উপজেলা সেক্রেটারী সুলেমান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সুনামগঞ্জ জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, নায়েবে আমীর মুহাম্মদ শামসউদদীন এডভোকেট, অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, সেক্রেটারী মোমতাজুল হাসান আবেদ, জেলা শিবির সভাপতি মনিরুজ্জামান পিয়াস।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফখরুল ইসলাম বলেন, ১৮ বছর এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। স্বাধীনতার চর্চা করতে পারে নাই। ধর্মীয় অধিকার ভোগ করতে পারে নাই। ঘরের ভেতর লুকিয়ে থেকেও নিজের জান ও মালের এতোটুকু নিরাপত্তাবোধ করতে পারে নি। তারা এতো অপরাধ করেছিল যে, ওবায়দুল কাদের বলতেন আওয়ামী লীগ ক্ষমতা হারালে ২ লক্ষাধিক মানুষ প্রাণ হারাবে। কিন্তু এদেশের শান্তিপ্রিয় মানুষ আওয়ামী লীগের মতো হিংস্রতার পরিচয় দেয়নি। জামায়াতে ইসলামী একটি শান্তিপ্রিয় সংগঠন। আওয়ামী লীগের সকল অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়িয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এদেশের মানুষের জানা মালের নিরাপত্তাবিধান ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি যারা গুম-খুন করেছে, দুর্নীতি করেছে। তারা তাদের পাপের প্রায়শ্চিত্ব করবে। সেই পাপের বিচার হবে। মিথ্যা ও কাল্পনিক নাটক সাজিয়ে, ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, বিদেশ থেকে রায় লিখে এনে আমাদের নিরপরাধ, সৎ দক্ষ ও দেশপ্রেমিক নেতৃবৃন্দকে হত্যা করেছে। সেই হত্যার মধ্যদিয়ে এদেশ থেকে বিবেকবান মানুষকে নির্মূল করে দিতে চেয়েছিল। কিন্তু এটা তাদের ভুল প্রমাণিত হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে, জেলের প্রকোষ্ঠে রেখে ১১ জন শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে। তারা ভেবেছিল এর মাধ্যমে জামায়াতকে শেষ করে দিবে। কিন্তু তারা জানে না, জামায়াত নেতাদেরকে গুম, খুন করা যায় কিন্তু জামায়াত যে আদর্শ লালন করে সেই আদর্শকে খুন করা যায় না।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের দায়িত্বশীল এডভোকেট মো. রেজাউল করিম, এডভোকেট মো. হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জামায়াত নেতা মাওলানা আব্দুল হাকিম ও জেলা আইবিডাব্লিউএফ-এর সভাপতি মো. ফরিদ মিয়া প্রমুখ।
এসএ/সিলেট