সিলেট শিক্ষা বোর্ডের মানববন্ধন

post-title

ছবি সংগৃহীত

এইচএসসি পরীক্ষা ২০২৪-এর ফলাফল প্রকাশের পর হতে দেশের বিভিন্ন স্থানে কিছু সংখ্যক অকৃতকার্য এইচএসসি পরীক্ষার্থী তাদের চাহিদামাফিক ফলাফল না হওয়ায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচী পালন করেছে।

গত ২০ অক্টোবর অকৃতকার্য শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের গেইটে ও অফিসকক্ষে তালাবদ্ধ করে রাখে, কর্মকর্তা-কর্মচারীদেরকে লাঞ্ছিত করেন এবং ঢাকা শিক্ষা বোর্ডের অফিসকক্ষ ব্যাপক ভাঙচুর করে। একইভাবে চট্টগ্রাম, কুমিল্লা ও রাজশাহী শিক্ষা বোর্ডেও পরীক্ষার্থীগণ ঘেরাও কর্মসূচী করেন।

কিছু সংখ্যক পরীক্ষার্থীদের এ ধরণের বিধিবহির্ভূতভাবে পরীক্ষার ফলাফল পরিবর্তনের অপচেষ্টা অত্যন্ত হতাশাব্যাঞ্জক। এতে শিক্ষা বোর্ডের সুশৃঙ্খল কর্মপরিবেশ বিনষ্ট হচ্ছে। উক্ত ঘটনার প্রতিবাদে এবং সুশৃঙ্খল কর্মপরিবেশের দাবিতে সিলেট শিক্ষা বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক মানববন্ধন কর্মসূচি বৃহষ্পতিবার  (২৪ অক্টোবর) সকাল ১১ টায় সিলেট শিক্ষা বোর্ড ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল, সিস্টেম এনালিস্ট সরকার মোহা আতিকুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহম্মেদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিত, সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার কে এম জুবায়ের আরেফিন, সহকারি প্রোগ্রামার পংকজ মল্লিক, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক দ্বীপেশ রঞ্জন দাশ, সহকারি কলেজ পরিদর্শক আবুল কালাম, সহকারি হিসাব কর্মকর্তা মো. আলমগীর কবির, একান্ত সচিব শামীম আরা বেগম, সহকারী ক্রীড়া কর্মকর্তা দেবল চন্দ্র দাশ, সেকশন অফিসার ও এমপ্লয়ীজ ইউনিয়ন সভাপতি নিরঞ্জন সিংহ,  স্টেনোগ্রাফার হাবিব উল্লাহ বাহার, সেকশন অফিসার মোহাম্মদ এহিয়া আহমদ, সেকশন অফিসার মো. মশাহিদ আলী, সেকশন অফিসার মোহাম্মদ রফিকুল আলম, সেকশন অফিসার রজত কান্তি রায়, এমপ্লয়ীজ ইউনিয়নের সহ-সভাপতি ও অডিটর সব্যসাচী রায়, সেকশন অফিসার ও এমপ্লয়ীজ ইউনিয়নের প্রচার সম্পাদক আজগর আলী কাজী, এমপ্লয়ীজ ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র কুমার রায়, অর্থ সম্পাদক রমাপদ সেন, দপ্তর সম্পাদক খোদেজা খাতুনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত  ছিলেন।

এসএ/সিলেট