দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের টার্গেট বাংলাদেশের

post-title

ছবি সংগৃহীত

৭ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। চতুর্থ দিনে খেলতে নেমে ২৪ রান যোগ করতেই বাকী ৩ উইকেট হারায় টাইগাররা। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছে গিয়েও তা মিস করেছেন মেহেদী হাসান মিরাজ।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮৯ ওভার ৫ বলে ৩০৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। লের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেছেন মিরাজ। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য লক্ষ্য ১০৬ রান।

মিরাজ ৮৭ ও নাইম হাসান ১৬ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনে ব্যাট করতে নামে। কোনো রান যোগ না করেই রাদাবার বলে সাজঘরে ফিরে যান নাইম। এরপর দ্রুতই আউট হয়ে ফিরে যান তাইজুল। ৭ বলে ৭ রান করেন তিনি।

এরপর শেষ ব্যাটার হিসেবে মিরাজ আউট হলে ৩০৭ রানে গুটিয়েন যায়। ১৯১ বলে ৯৭ রান করেন এই টাইগার ব্যাটার। প্রোটিয়াদের পক্ষে রাবাদা নেন ৬টি উইকেট।

এসএ/সিলেট