সিলেট চেম্বারে ৫ ডিসেম্বরের মধ্যে...
সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্সে আওয়ামী স্বৈরাচারের মদদপুষ্ট পরিষদ বাতিল করে প্রতিনিধিত্বশীল পরিচালনা পর্যদ গঠনের দাবি...
অ্যাডভোকেসি সভায়
এইচপিভি টিকাদান কর্মস‚চির বিভাগী পর্যায়ের অ্যাডভোকেসি সভায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, প্রান্তিক পর্যায়ের কিশোরীদের এইচপিভি টিকা প্রদান নিশ্চিত করতে হবে।
এ টিকাদান কর্মস‚চি সফল করতে সুধিসমাজ, সরকারি কর্মকর্তাবৃন্দসহ যারা অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে আছেন সবাই নিজ নিজ অবস্থান থেকে ভ‚মিকা পালন করতে হবে। এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন- প্রতিপাদ্যে বুধবার (২৩ অক্টোবর) নগরের একটি হোটেলে ‘এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত বিভাগীয় এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, বিভাগীয় আনসার ও ভিডিপি‘র উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস, উপপুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী।
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সিলেট বিভাগে আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে এ কার্যক্রম। গত বছর প্রথম বারের মত সরকারিভাবে বিনাম‚ল্যে এইচপিভি টিকা দেওয়া শুরু হয়। প্রথম পর্যায়ে শুধু ঢাকা বিভাগে এ কার্যক্রম চলে।
সে ধারাবাহিকতায় এ বছর দ্বিতীয় পর্যায়ে টিকাদান কর্মস‚চি শুরু হতে যাচ্ছে। ঢাকা বাদে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের সব জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভার ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী এ টিকা নিতে পারবে।
অ্যাডভোকেসি সভায় অতিথিবৃন্দ বলেন, জরায়ুমুখ ক্যান্সার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জনিত একটি প্রাণঘাতী প্রতিরোধযোগ্য রোগ। এ রোগ বাংলাদেশের নারীদের ক্যান্সারজনিত মৃত্যুতে দ্বিতীয়। এ ক্যাম্পেইনের সাফল্য শুধু জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধেই নয়, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে রোগটি নির্ম‚লে এটি একটি বড় পদক্ষেপ।
সভায় বক্তাগণ আরো বলেন, কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সরকার বিনাম‚ল্যে ৫ম থেকে ৯ম শ্রেণি পড়ুয়া কিশোরীদের এ টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভ‚ত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদেরকেও নিকটস্থ টিকা কেন্দ্রসম‚হে এ টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণ থেকে কেউ যাতে বাদ না পড়েন সে বিষয়ে সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এসএ/সিলেট