জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর সেবা করতে চাই : কয়ছর আহমদ

post-title

ছবি সংগৃহীত

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ- ৩ জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ বলেছেন, ফাসিষ্ট হাসিনা সরকারের জুলুম অত্যাচারের কারনে দীর্ঘ ১২ বছর আমি ও আমার দলের অনেকেই দেশে আসতে পারিনি।

হাসিনার পতনের পর মহান আল্লাহ পাকের অশেষ রহমতে স্বাধীন দেশে আসতে পেরেছি স্বাধীন ভাবে কথা বলতে পারছি।

তিনি বলেন, আমি নেতা নই একজন কর্মী হিসাবে দলের জন্য কাজ করছি। আমি  জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞ বাসীর সেবা করতে চাই এবং দুটি উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করতে চাই। তিনি বলেন দলের একজন ত্যাগী কর্মী হিসাবে আশা করি আমি দলের মনোনয়ন পাবো

আমার প্রতি তিন বারের প্রধান মন্ত্রী দেশ নেত্রী মা খালেদা জিয়া ও দলের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দুয়া আছে। উনাদের সহযোগীতা নিয়েই আমি এলাকার উন্নয়নে আত্মনিয়োগ করবো।

দীর্ঘ একযুগ পর নীজ মাতৃভূমিতে প্রত্যাবর্তন উপলক্ষে তার সম্মানে আয়োজিত স্মরণকালের সংবর্ধনা সভায় উপরোক্ত কথা বলেন কয়ছর এম আহমদ। এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে জগন্নাথপুর পৌর পয়েন্টে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মুকিত ও সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহীন এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী  তাহসিনা রুশদী লুনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু,  যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম,যুগ্নসাধারন সম্পাদক সুজাতুর রেজা, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক যুক্তরাজ্য বিএনপি নেতা মুজিবুর রহমান, যুক্তরাজ্য বিএনপি সহ সম্পাদক ফেরদৌস আলম, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, সাবেক ছাত্রনেতা আব্দুল মতিন লাকি, সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মাসুক উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শেরেনুর আলী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল।
বক্তব্য রাখেন- সালাউদ্দিন মিটু, উপজেলা বিএনপি নেতা খলিলুর রহমান, আখলুল করিম, সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন বিএনপি নেতা রাহিম তালুকদার, হাজী হারুনুর রশীদ, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমেদ, উপজেলা ছাত্রদল আহবায়ক মামুনুর রশীদ, পৌরছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, কলেজ ছাত্রদল নেতা রুহুল আমিন সহ আরো অনেকে।

এসএ/সিলেট