১০ম গ্রেড ও পৃথক পরিদপ্তর সহ ৬ দফা দাবি

বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি এন্ড ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন

post-title

ছবি সংগৃহীত

কেন্দ্রীয় বৈষম্যবিরোধী মেডিক্যাল টেকনোলজি এন্ড ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ কতৃক ১০ম গ্রেড ও পৃথক পরিদপ্তর সহ ৬ দফা দাবিতে সারা বাংলাদেশে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মানববন্ধন ও আলোচনা সভা করেছে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি এন্ড ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ, আইএইচটি সিলেট এর নেতৃবৃন্দ্র।

বুধবার দুপুরে নগরীরর শাহী ঈদগাহস্থ ইন্সটিটিউট অফ হেলথ্ টেকনোলজি, সিলেট এর সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পালন কালে

৬ দফা দাবি উপস্থাপন করেন সিলেট শাখার আহবায়ক মোঃ ইরফান আল শোয়েব এবং সদস্য সচিব নাজমুল হক।

এ সময় ডিপ্লোমাধারী এবং গ্রেজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট ছাত্র- ছাত্রীরা উপস্থিত হয়ে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসা ব্যবস্থায় রোগ নির্ণয়ের মূল কাজই করেন মেডিক্যাল টেকনোলজিস্টরা।

এজন্য একজন চিকিৎসকের বিপরীতে পাঁচজন টেকনোলজিস্ট রাখার সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কিন্তু দেশের সরকারি হাসপাতালে ৮০ হাজারের বেশি টেকনোলজিস্টের চাহিদা থাকলেও আছে এক শতাংশেরও কম।

তারপরও ১৪ বছর ধরে সরকারি হাসপাতালে হচ্ছে না টেকনোলজিস্ট নিয়োগ। অথচ প্রতি বছর বহু টেকনোলজিস্ট বের হচ্ছেন। যাদের ৯০ শতাংশই যাচ্ছেন বেসরকারি হাসপাতালে। এতে করে সরকারি হাসপাতালে রোগীদের ভিড় থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা।

মানববন্ধন পরবর্তি ক্যাম্পাসে আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ল্যাবরেটরি ডিপার্টমেন্ট এর শিক্ষক আলমগীর আলম, সঞ্জিত, মেডিকেল টেকনোলজিস্ট দের পেশাজীবী সংগঠন এম.টি.এফ সিলেট জেলা সেক্রেটারি ইসমাইল হোসেন এবং এম.ট্যাব সেক্রেটারী মোঃ  সুলাইমান খান মিল্টন প্রমুখ।

মেডিক্যাল টেকনোলজিস্টরা বলছেন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা উভয় বিভাগের অধীনস্থ মেডিক্যাল টেকনোলজি শিক্ষা এবং মেডিক্যাল টেকনোলজিস্ট পেশাজীবীদের পেশাগত লক্ষ্য বাস্তবায়ন, বদলি, পদোন্নতি, উচ্চশিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, সমন্বয়ের জন্য স্বতন্ত্র উইং নেই। ফলে সব ধরনের সুযোগ থেকে বঞ্চিত টেকনোলিজস্টরা। বিগত সরকারের কাছে বারবার চিঠি ও আবেদন জানিয়েও সমস্যার সমাধান হয়নি।

বক্তারাা দশম গ্রেড পদমর্যাদার পাশাপাশি স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু, নবম গ্রেডের পদ সৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগ বিধিতে অন্তর্ভুক্তির দাবি জানান, একই সঙ্গে ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে সব আইএইচটিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন, টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে।

এছাড়া সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দ্রূত দাবি জানানোর পাশাপাশি প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।


এসএ/সিলেট