বাংলাদেশ সকল রাষ্ট্রের সঙ্গে...
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলন সংগ্রামে দেশ ফ্যাসিস মুক্ত হয়েছে। অন্য কোনো দেশের চোখ রাঙানি...
মহানগরের সবচেয়ে বড় পাইকারি বাজার কালিঘাটে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড দিয়েছেন বাজার মনিটরিংয়ে গঠিত বিশেষ টাস্কফোর্সের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে মনিটরিংকালে এ অর্থদণ্ড প্রদান করেন। ৩টি প্রতিষ্ঠানেই নিত্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শিত ছিলো না। ফলে এই ৩টি দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। টাস্কফোর্সে ছিলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারীসহ বিভিন্ন সংস্থা।
মনিটরিংকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ বলেন- বাজার স্থিতিশীল রাখতে গঠিত টাস্কফোর্স প্রতিদিন মনিটরিং করছে। ভোক্তার অধিকার হরণ হয়- কোনো ব্যবসায়ী এমন কোনো কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যব্স্থা গ্রহণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় কালিঘাটে ৩টি প্রতিষ্ঠানকে মূল্যতালিকা প্রদর্শিত না করার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া সকল ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য কাউন্সিলিং করা হয়েছে।
এসএ/সিলেট