সুনামগঞ্জে গণপরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজি এম এ খান সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জের সকল গণপরিবহন মালিক-শ্রমিক পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। বুধবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে।

এর আগে গত সোমবার (২১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে গণপরিবহন সংগঠনের সভায় এই কর্মবিরতির ঘোষণা দেন মালিক-শ্রমিক পরিবহনের নেতারা। এ কারণে বুধবার সকাল থেকে সুনামগঞ্জ জেলা শহর থেকে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। দূরপাল্লার যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।

এ কারণে সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে যেতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষজন। তবে ছোট ছোট যানবাহন চলাচল করছে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মানুষজন।

সিলেটে বিভাগীয় শহরে যেতে সকালে সুনামগঞ্জ বাসস্ট্যান্ডে এসেছিলেন বিশ্বম্ভরপুর উপজেলায় থেকে আসা জামিল মিয়া। তিনি জানান, সিলেট সুনামগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ থাকায় তিনি আটকে আছেন। বাস চলাচল করে কি না তা এখনও জানেন না। তাই তিনি বিকল্প চিন্তা করছেন। তবে সিলেটের ঐ সেতুর টোল বন্ধ করার পক্ষেও তিনি। তবে পরিবহন ধর্মঘট আগে জানলে তিনি আসতেন না বলে জানান।

রাজধানী ঢাকা শহরে পরিবার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তাহিরপুর উপজেলা থেকে বাসস্ট্যান্ডে এসে সকাল থেকে বসে আছেন শাকিল মিয়া। তিনি জানান, বাড়ি থেকে সকালে এসে দেখি বাস চলছে না। পরিবহন ধর্মঘট চলছে। কখন বাস চলবে আর যাবো আল্লাহ ভালো জানে। আগে জানলে এই দুর্ভোগ পোহাতে আসতাম না। তিনি জানান, একটি সেতুর টোল আদায়ের কারণে লাখ লাখ মানুষের দুর্ভোগ মেনে নেওয়া যায় না।

পরিবহন সংগঠনের নেতারা জানান, এম এ খান সেতুটি সিলেট সুনামগঞ্জ সড়কের লামাকাজি এলাকায়। এই সেতুটিতে গত ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। সেতুর নির্মাণ ব্যয় ছিল মাত্র সাড়ে ৭ কোটি টাকা। দীর্ঘ ৪০ বছরে হাজার কোটি টাকা আদায় হলেও টোল থেকে রেহাই পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে এই টোল আদায় বন্ধ থাকলেও সম্প্রতি আবারও টোল আদায় শুরু করেছে। এ সেতুর টোল আদায় বন্ধ করা না হলে সিলেট বিভাগ জুড়ে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এর আগে সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এমএ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সোমবার দুপুরে শহরের মল্লিকপুরস্থ সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল কবির জানিয়েছেন, ‘আমাদের পরিষ্কার কথা এ খান সেতুর টোল আদায় বন্ধ করতে হবে। না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এসএ/সিলেট