সিলেট-তামাবিল সড়কে ট্রাক চাপায় নারীর মৃত্যু

post-title

প্রতীকী ছবি

সিলেট-তামাবিল সড়কে আরেকটি দুর্ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সিলেটের শাহপরাণ থানাধীন পীরেরবাজার এলাকায় মামার দোকানের সামনে সড়ক পারাপারের সময় আফতারুন নেছা (৬৫) নামের এই নারীর মৃত্যু হয়।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার সিলাম এলাকার মৃত জমির আলীর স্ত্রী। মৃত্যুর বিষয়ট গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য। 

জানা যায়, আফতারুন নেছা পীরেরবাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সড়ক পার হতে গিয়ে তিনি একটি দ্রুতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা যান।  ঘটনার পর ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

 

এসএ/সিলেট