সদর উপজেলায় আইডিয়ার মতবিনিময় সভা

ইসিইটিজি প্রকল্প সিলেটের ৬টি চা বাগানের শিশুদের শিক্ষার পথকে সুগম করে দিয়েছে

post-title

ছবি সংগৃহীত

সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেছেন, এনহেন্সিং চাইল্ড এডুকেশন ইন টি গার্ডেন প্রকল্প সিলেটের ৬টি চা বাগানের কোমলমতী শিশুদের শিক্ষার পথকে সুগম করে দিয়েছে। সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করে চা শ্রমিকের সন্তানেরা সানন্দে এখন প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন। এটি চা বাগানের অধিবাসীদের জন্য একটি বড় সুযোগ।

সোমবার (২১ অক্টোবর) উজেলা পরিষদের হলরুমে আইডিয়া কর্তৃক ইসিইটিজি প্রকল্পের স্টেকহোল্ডারদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাইল্ডএইড নেটওয়ার্ক জার্মানীর অর্থায়নে সিলেট জেলার সদর ও গোয়াইনঘাট উপজেলার ৬টি চা বাগানে প্রকল্পটি বাস্তবায়ন করছে আইডিয়া।

প্রধান অতিথির বক্তব্যে নাছরীন আক্তার আরো বলেন, একটি বৈষম্যহীণ সমাজ প্রতিষ্টা করতে হলে সবাইকে শিক্ষার সুযোগ দিতে হবে। যখন সমাজের সকল মানুষ শিক্ষিত হবে তখন একটি দেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌছে যাবে। চা শ্রমিকের সন্তানদের জন্য এ ধরণের প্রকল্প আরো বেশি করে গ্রহণ করতে বেসরকারি সংস্থাগুলোর প্রতি আহŸান জানান তিনি। আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হকের সভাপতিত্বে এবং আইডিয়ার এইচ আর ম্যানেজার সুষমা ভট্্রাচার্য্যরে সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন ও উদ্দেশ্য বর্ণনা করেন প্রকল্প সমন্বয়কারী সুদীপ্ত চৌধুরী।

সভায় আরো বক্তব্য দেন বুরজান টি স্টেইটের সিনিয়র এসিসট্যান্ট ম্যানেজার অচিন্ত্য কুমার দে অমিত, হিলুয়াছড়া চা বাগানের এসিসট্যান্ট ম্যানেজার বিদ্যুৎ তালুকদার, গুলনি চা বাগানের এসিসট্যান্ট ম্যানেজার জসিম উদ্দিন, ইউপি সদস্য দিলীপ গুর্মিসহ চা বাগানের পঞ্চায়েত প্রধান, জনপ্রতিনিধি, চা বাগানের শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষকবৃন্দসহ  অনেকেই। উল্লেখ্য প্রকল্পটি সিলেট সদর উপজেলার ছড়াগাং চা বাগান, বুরজান চা বাগান, কালাগুল চা বাগান, তারাপুর চা বাগান, হিলুয়াছড়া চা বাগান ও গোয়াইনঘাট উপজেলার গুলনি চা বাগানে বাস্তবায়িত হচ্ছে। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পাঠ্যক্রম উপকরণ সঠিক অনুশীলনে সহায়তা করে একটি অর্ন্ভুক্তিমূলক, আন্তক্রিয়াশীল এবং সহায়ক শিক্ষার পরিবেশ গড়ে তোলে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষার সামগ্রিক মান উন্নয়ন করাই হচ্ছে এ প্রকল্পের মূল লক্ষ্য।


এসএ/সিলেট