র্যাবের অভিযানে হত্যা মামলার দুই...
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে হত্যা মামলার দুইজন পলাতক আসামিকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মো. শাহাদত (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া কিশোর উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর এলাকার আমির উদ্ধিনের ছেলে।
রবিবার (২০ অক্টোবর) ভোরে বাড়ির পাশের গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় গোয়াইনঘাট থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া শেষে নিজ শয়নকক্ষের ঘুমিয়ে পরেন শাহাদত। ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় বাড়ির পাশের গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগায় সে। ভোরে ঘুম থেকে উঠে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন। কি কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত সঠিকভাবে বলা যাবে।
এসএ/সিলেট