সিলেটে পুলিশের অভিযানে সাড়ে ১৬ লাখ টাকার চিনিসহ আটক ২

post-title

ছবি সংগৃহীত

সিলেটের পুলিশের অভিযানে ২৮১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শাহপরাণ থানার বটেশ্বর এলাকায় সিলেট-তামাবিল সড়ক থেকে বালু ভর্তি  ট্রাকে তল্লাশি চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৬ লাখ ৫২ হাজার ২৮০ টাকা।

অভিযানকালে দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- দিনাজপুর জেলার সদর থানার কমলপুর গ্রামের মো. জবেদ আলীর ছেলে মো. আল মামুন সাদ্দাম, একই জেলার চিরিরবন্দর থানার গলাহার গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মো. রাকিব হোসেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, এসব চোরাই চিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত মুড়া মিয়ার ছেলে দুলাল আহমদের। দুলালকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।  উক্ত ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাহপরাণ (র.) থানায় মামলা রুজু করা হয়েছে।

এসএ/সিলেট