বায়তুল মোকাররমের নতুন খতিব আবদুল মালেক

post-title

ছবি সংগৃহীত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেককে (হাফি.) নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার খতিব পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।

শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুফতি আবদুল মালেক ইসলামিক স্টাডিজ, হাদীস ও ফিকহে ইসলামির ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের অধীনে তিনি দু’বছর হাদীস ও ইসলামি আইন বিষয়ে উচ্চতর গবেষণা পরিচালনা করেন।

মুফতি আবদুল মালেক ইতোমধ্যে বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় মোট ১৬টি গ্রন্থ রচনা করেছেন। তার তত্ত্বাবধানে মাসিক আল-কাউসার নামে নিয়মিত একটি গবেষণা পত্রিকা বের হয়।


এসএ/সিলেট