সিকৃবিতে রোভার সহচর ওরিয়েন্টেশন ২৪...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে রোভার সহচর ওরিয়েন্টেশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিকৃবি ক্যাম্পাসে অনুষ্ঠিত নবাগত...
সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে এনেসথেসিয়া পেইন ও আইসিইউ বিভাগের অধীনে নতুন যুক্ত হলো পেইন ক্লিনিক ।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিং এর ৪২৫ নস্বর রুমে উদ্বোধন করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মুনির।
তিনি বলেন, এই ব্যাথা দুর করার জন্য সিলেটের মানুষ মোটা অংকের টাকা খরচ করে ঢাকায়, ভারতে বা অন্য কোন দেশে যাচ্ছে। মানুষের কষ্ট লাগবে এ হাসপাতালে এনেসথেসিয়া পেইন ক্লিনিক চালু হয়েছে। তিনি দূঢ় প্রত্যয় ব্যাক্ত করে বলেন, ওসমানী হাসপাতলে যেভাবে আমাদের চিকিৎসকগণ আন্তরিকভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন অতি শ্রীঘই এ বিভাগ গতিশীল করতে সময়ের ব্যাপার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিষ্টস ক্রিটিক্যাল কেয়ার এন্ড ফিজিসিয়ান (বিএসএ-সিসিপিপি) সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক, এনেসথেসিয়া পেইন ও আইসি ইউ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ খায়রুল বাশার, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুট ডিরেক্টর ডাক্তার সোমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক প্রশাসন ডাক্তার বদরুল আমিন প্রমুখ।
এসএ/সিলেট