মাধবপুর সীমান্তে অনুপ্রবেশকারী তিন...
হবিগঞ্জের মাধবপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে সরাইল...
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর পৃথক অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন হত্যা মামলার আসামি ও দুইজন মাদক কারবারি।
বুধবার (১৬ অক্টোবর) রাতে নরসিংদী ও হবিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, তাদের শায়েস্তাগঞ্জ ক্যাম্প টিম ও র্যাব-১১ এর সহযোদিতায় বুধবার রাত ৯টার দিকে নরসিংদী জেলার মাধবদী থানার একটি এলাকা থেকে চুনারুঘাট থানায় দায়েরকৃত হত্যা মামলা আসামি মো. আলী আক্তারকে গ্রেফতার করে। তিনি চুনারুঘাট উপজেলার দক্ষিণ রাণী গাঁওয়ের মো. দিদার হোসেনের ছেলে।
অপরদিকে, র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এর একটি দল বুধবার রাত ১১টার দিকে চুনারুঘাট থানার একটি এলাকা থেকে সাড়ে ৪৫ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত নিম্বর আলীর ছেলে মো. শামসুল হক ও একই গ্রামের আব্দুল মজিদের জাহিদুল ইসলাম। গ্রেফতারকৃত তিনজনকে পরে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
এসএ/সিলেট