বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান রাইটস...
হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট জেলা কমিটির আলোচনা সভা সোমবার দুপুরে এয়ারপোর্ট রোড মজুমদারীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সিলেট জেলা কমিটির...
এইচএসসি-আলিম উত্তীর্ণদের নিয়ে সিলেটে ছাত্রশিবিরের তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে, মহানগর অফিস সম্পাদক শহিদুল ইসলাম সাজু'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সভাপতির বক্তব্যে মহানগর সভাপতি শরীফ মাহমুদ বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের তাদের অবিস্মরনীয় ফলাফলের জন্য আল্লাহ তায়া’লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং জীবন পরিচালনায় রাসুলুল্লাহ সাঃ এর আদর্শ ধারন করা সবার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, আমাদের পিতা-মাতার অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে আমাদের এই কাঙ্খিত ফলাফল, সবাইকে পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসবে গড়ে উঠতে হবে।
তিনি আরো বলেন, আল্লাহ তায়া’লা মানুষদের দুনিয়ায় যে উদ্দ্যেশ্য সামনে রেখে প্রেরণ করেছেন সে পথে চলতে, মানুষের কল্যান এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যেয় নিয়ে আগামী পথচলার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য মহানগর সেক্রেটারিয়েট সদস্য এবং বিভিন্ন ক্যাম্পাস দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন। তাৎক্ষনিক সংবর্ধনায় শহরের বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসএ/সিলেট