বালাগঞ্জে জামায়াতের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

post-title

ছবি সংগৃহীত

সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীগঞ্জে সিরাতুন্নবী (সা:) মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৌদি আরব ও মিশরের সাংগঠনিক কমিটির সভাপতি আজাদ সোবহান। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম।

শ্রমিক কল্যাণ ফেডারেশন বালাগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি দেলোয়ার আল হোসাইন’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী দেলোয়ার হোসেন শামীম, সিলেট জেলা দক্ষিণ মজলিসে শুরা সদস্য ও বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ডা. মুহাম্মদ আব্দুল জলিল, নায়েবে আমীর হাফিজ কুতুব উদ্দিন, সেক্রেটারি এডভোকেট রহমত আলী, পূর্ব গৌরীপুর ইউনিয়ন সেক্রেটারি মর্তুজ আলী জুয়েল, জামায়াত নেতা এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, জালাল আহমদ, আব্দুল হামিদ, মুহিব আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি জুলেখ মিয়া, জামায়াতের উপজেলা কর্মপরিষদ ও শুরা সদস্য মো. আমির আলী, ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের পাঠাগার সম্পাদক শেখ মুফাক্কির আহমেদ, বালাগঞ্জ উপজেলা দক্ষিণ সভাপতি আবিদ আলী, বালাগঞ্জ উপজেলা উত্তর সভাপতি হাফিজ তাহসিন আহমদ, সেক্রেটারি জাহেদ আহমদ প্রমুখ।

এসএ/সিলেট