মাজারের পবিত্রতা রক্ষার দাবিতে সিলেটে মানববন্ধন

post-title

ছবি সংগৃহীত

মাজারের পবিত্রতা রক্ষা ও অশ্লীলতা বন্ধের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে হযরত শাহজালাল রহ. তাওহিদী কাফেলা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে হজরত শাহজালাল, শাহপরান (রাহ.)সহ দেশের ওলি-আউলিয়ার মাজারের পবিত্রতা রক্ষা ও অশ্লীলতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।

শাহজালাল রহ. তাওহিদি কাফেলার আহ্বায়ক ও বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কাফেলার উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাওলানা ক্বারি সিরাজুল ইসলাম, হযরত শাহজালাল রাহ. দরগাহ মসজিদের খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ, মাওলানা হাফিজ সৈয়দ শামীম আহমদ, সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাওলানা হাবীব আহমদ শিহাব।

মানববন্ধনে বক্তারা বলেন, ওলি-আউলিয়ারা সমাজে পাপাচার ও অশ্লীলতা বন্ধে আজীবন সাধনা করেছেন। মানুষের নৈতিক মূল্যবোধ গঠন ও মানবিক বিকাশে সংগ্রাম করেছেন। মাদকের ভয়ালগ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে সর্বস্ব বিলিয়েছেন। কিন্তু কিছু বিপথগামী ও স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে মাজারগুলো আজ মদ-গাঁজা ও পাপাচারের আখড়ায় পরিণত হয়েছে। মাজারকে টাকা আয়ের মাধ্যমে পরিণত করা হয়েছে। অবিলম্বে এসব বন্ধ করে মাজারে আসা গণমানুষের দানকে জনকল্যাণমূলক খাতে ব্যয় করার উদ্যোগ নিতে হবে।

এসএ/সিলেট