আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে...
"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র্যালি ও...
সিলেট জেলার জালালাবাদ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা, সহিংসতা এবং হত্যাচেষ্টা মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
আটক অদুদ আলম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকার গ্রামের মৃত আকবর আলীর পুত্র। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট, সিপিএসসি এর একটি আভিযানিক দল রোববার বিকাল ৩টায় সিলেট জেলার জালালাবাদ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা, সহিংসতা এবং হত্যাচেষ্টা মামলা (এসএমপি, সিলেট এর কোতয়ালী থানার এফআইআর নং-০৬/৪০৫, তারিখঃ ০৩ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারাঃ ১৪/ ১৪৯/ ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ১১৪/ ৩৪ দন্ড বিধি আইন ১৮৬০;) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি, সিলেট এর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট