হবিগঞ্জে খেলার মাঠ দখল মুক্ত সুরক্ষা ও সংস্কারের দাবিতে মানববন্ধন

post-title

ছবি সংগৃহীত

অপরিকল্পিত নগরায়ন ও দখলের কারণে হবিগঞ্জ শহরের অসংখ্য হারিয়ে যাওয়া খেলার মাঠ দ্রুত দখলমুক্ত, সুরক্ষা ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও প্রাক্তণ খেলোয়াড়রা।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হবিগঞ্জ জেলা ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ইব্রাহিম খলিল সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিন্টু রায়ের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ক্রীড়া সংগঠক সালেহ আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, জেলা ফুটবল টিমের কোচ আজিজুর রহমান আজিজ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ন ও দখলের কারণে হবিগঞ্জ শহরসহ সারাদেশে অসংখ্য খেলার মাঠ হারিয়ে গেছে। যুব সমাজ আজ খেলার মাঠের অভাবে মোবাইলে আসক্ত হওয়াসহ বিপদগামী হয়ে উঠছে। তাই দ্রুত খেলার মাঠ দখলমুক্ত ও সংস্কার করা প্রয়োজন।

এসএ/সিলেট