সিলেটে ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সিলেটে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে র্যাব।শুক্রবার দিবাগত রাত সাড়ে...
বেশ কয়েক দিন ধরেই সিলেটে তীব্র গরম অনুভূত হচ্ছে। আর এই গরমে খানিকটা স্বস্তি বয়ে আনলো এক পশলা বৃষ্টি।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ২টার পর থেকে সিলেটের বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টির সঙ্গে বইতে থাকে দমকা হাওয়াও। এদিকে হঠাৎ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরলেও মাঝপথে সড়কে থাকা পথচারীরা কিছুটা ভোগান্তিতে পড়েন।
বেলা ১টা থেকে আকাশে গুমোট ভাব ছিল। কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বিভিন্ন জায়গায়। আধঘণ্টা পরই বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।
এদিকে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে সিলেটে বৃষ্টি নামে। এ সময় নগরীর জনজীবন স্থবির হয়ে গেলেও একটু স্বস্তির নিশ্বাস নিয়েছিলেন নগরবাসী। তবে ফের তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে জনজীবন।
আজ শনিবার শুরু হয় বৃষ্টি এতে কিছুটা স্বস্তির নিশ্বাস নিয়েছিলেন নগরবাসী।
শনিবার দুপুর পর্যন্ত সিলেটে ছিল কাঠফাটা রোদ। হঠাৎ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মেলে নগরজীবনে। গত কয়েক দিনের ভ্যাপসা গরমে একটু বৃষ্টির অপেক্ষায় ছিলেন মানুষজন। এই বৃষ্টির কারণে কমেছে দুর্ভোগ।
এসএ/সিলেট