নিসচা মহানগরের জনসচেতনতামূলক লিফলেট...
"ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে...
উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা কতিপয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক ঢাকায় শিক্ষাভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট শাখা।
বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে দ্রুত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ইউনিটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান, বাসমাশিস নেতা ও সিনিয়র শিক্ষক আবু নছব মোহাম্মদ সুফিয়ান, মো: আবুল খায়ের, মো: শওকত হোসেন, আজিজুর রহমান এবং মাহমুদ হোসেন।
বক্তারা শিক্ষকদের উপর হামলাকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের অবিলম্বে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে আবেদনকৃত শিক্ষকদের দ্রুত পদায়নের দাবি জানান।
এসএ/সিলেট