র‍্যাবের হাতে তিন মাদককারবারি আটক

post-title

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন একটি এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার উত্তর মোড়াইল গ্রামের জামাল মিয়ার ছেলে মো. আমিনুজ্জামান, একই থানার পাইকপাড়া (চ্যামেলীবাগ) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে, মো. ইব্রাহিম হোসেন ও পুনিয়াউট গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. ইয়াছিন।

আটককালে তাদের কাছ থেকে ১২৪ বোতল ফেনসিডিল জব্দ করে র‍্যাব। মামলা দায়েরপূর্বক পরে আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ/সিলেট