নাম বদলেছেন আলিয়া!

post-title

ছবি সংগৃহীত

বিয়ের পরে নিজের নাম বদলে ফেলেছেন আলিয়া ভাট্ট? ২০২২-এর এপ্রিল মাসে রণবীর কাপূরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। বর্তমানে একমাত্র কন্যা রাহাকে নিয়ে তাদের সুখের সংসার। সম্প্রতি জানা গেল, বিয়ের পর নিজের নামেও পরিবর্তন এনেছেন অভিনেত্রী। কাপিল শর্মার অনুষ্ঠানে এসে প্রকাশ করলেন আলিয়া।

বর্তমানে আসন্ন ছবি ‘জিগরা’ নিয়ে ব্যস্ত আলিয়া। সেই ছবির প্রচারেই ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর দ্বিতীয় সিজনে এসেছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানের ট্রেলারের এক ঝলক এই মুহূর্তে সামাজিক যোগাযোমাধ্যমে ভাইরাল। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী ঘোষণা করেন, তিনি এখন আর শুধু আলিয়া ভট্ট নন। তার নাম আলিয়া ভাট্ট কাপূর। কৌতুকশিল্পী তথা অভিনেতা সুনীল গ্রোভারের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‌‍‍‌‌আমি হলাম আলিয়া ভাট্ট কাপূর।

ক্যারিয়ার শুরুর সময় থেকেই একাধিক সাক্ষাৎকারে আলিয়া জানিয়ে এসেছেন, রণবীর কাপূরকে তিনি পছন্দ করেন। রণবীরের নাম শুনেই আলিয়ার মুখে চলে আসে এক অন্য জ্যোতি, যা নজর এড়ায়নি নেটিজেনদেরও। এর পরে ২০১৮-য় সোনম কাপূরের বিয়ের আসরে সেই পছন্দের পুরুষের হাতে হাত রেখে প্রবেশ করেছিলেন আলিয়া। বলা ভালো, রণবীরের সঙ্গে সম্পর্কের সূচনা ছিল সেই ঘটনা। তার পরে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তারা। করোনা অতিমারীর সময়ে একত্রবাসও করেছিলেন তারকা দম্পতি। তার পর বিয়ে।

উল্লেখ্য, আলিয়াকে শেষ দেখা গিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। অন্য দিকে রণবীরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যানিম্যাল’। বর্তমানে তিনি রামায়ণ নিয়ে ব্যস্ত। এই ছবিতে রামের চরিত্রেই অভিনয় করছেন তিনি। বিপরীতে সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী।

এসএ/সিলেট