ধর্মপাশায় ৬কেজি গাঁজাসহ ছাত্র-জনতার হাতে আটক ১

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশায় ৬ কেজি গাঁজাসহ সুজন মিয়া (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ছাত্র জনতা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের মহদীপুর গ্রামের সামনের সড়ক থেকে তাঁকে আটক করা হয়।

সুজন নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের দেওথান গ্রামের চন্দন মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুজনের গতিবিধি সন্দেহ হলে এলাকার ছাত্র-জনতা তাঁকে তল্লাশি চালায়। এতেই মেলে বিপুল পরিমাণ গাঁজা। পরে ছাত্র জনতার তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ধর্মপাশা থানার উপ পরিদর্শক মিজানুর রহমান জানান, মাদক ব্যবসায়ী সুজন কৌশল পরিবর্তন করে, সিলেটের হবিগঞ্জ থেকে ৬ কেজি গাঁজা নিয়ে মোহনগঞ্জে আসার পথিমধ্যে ছাত্র জনতার হাতে আটক হয়।

পরে ছাত্র-জনতা পুলিশকে খবর দিলে সেখান গিয়ে তাঁকে গ্রেপ্তার করি। রাতেই তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা হবে বলে জানিয়েছেন তিনি।

এসএ/সিলেট