বাংলাদেশের অর্ধেক রানও করতে পারেনি শ্রীলঙ্কা

post-title

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা দারুণভাবেই সারতেছে বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কা ‘এ’ দলকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে। ‘এ’ দলের খেলা হলেও জাতীয় দলের মোড়কে বাংলাদেশ ‘এ’ দল পাঠিয়েছে বিসিবি।

রাবেয়া খানের নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কায় দারুণ ছন্দে আছে।

শ্রীলঙ্কা সফরে ওয়ানডেসহ টানা তৃতীয় জয় পেয়েছে। সংক্ষিপ্ত সংস্করণের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয়ের পর এবার ১০৫ রানের বড় জয় পেয়েছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬৪ রান করে বাংলাদেশ দল। লক্ষ্য তাড়া করতে নেমে অর্ধেক রানও করতে পারেনি স্বাগতিকেরা।
মাত্র ৬০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা অর্ধেক রান করবে কি করে? দুই ওপেনার ছাড়া যে বাকি আর কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ওপেনিংয়ে ২১ রানের জুটি গড়া কৌশিনি নুতায়াঙ্গা (১১) ও নেতমি পূর্ণা (১৮) আউট হওয়ার পর তাসের ঘরের মতো শ্রীলঙ্কার ইনিংস ভেঙে পড়েছে। দুই ওপেনারকে আউট কের শুরুটা সুলতানা খাতুন করলেও প্রতিপক্ষের ব্যাটিং ইনিংসে ধস নামান অধিনায়ক রাবেয়া।

সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৪ উইকেট নিয়েছেন রাবেয়া। রান খরচ করেছেন মাত্র ৪। অন্যদিকে সুলতানার মতো ২ ‍উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন। ফাহিমার ৩ রানের বিপরীতে ১১ রান খরচ করেছেন সুলতানা। তবে টানা দ্বিতীয় জয়ের কাজটা বলা যায় বাংলাদেশি ব্যাটাররাই করে রেখেছিলেন।

সাথি রানির ফিফটি এবং শবনম মোস্তারি-নিগার সুলতানা জ্যোতির ত্রিশর্ধ্বো ইনিংসে ১৬৫ রানের লক্ষ্য দিয়ে। দলীয় ২২ রানে দিলারা আক্তার (৯) আউট হলেও দ্বিতীয় উইকেটে ৮০ রানের দুর্দান্ত জুটি গড়েন সাথি-মোস্তারি। ৭ চারে কাটায় কাটায় ৫০ রানে ওপেনার সাথি ফিরলেও রানের চাকা সচল রাখেন মোস্তারি। তৃতীয় উইকেটে তাকে সঙ্গ দেন জাতীয় দলের অধিনায়ক জ্যোতি।

৩৯ রানে মোস্তারি আউট হওয়ার পর দলকে দেড় শ উর্ধ্বো স্কোর এনে দেন অপরাজিত ৩৪ রান করা জ্যোতি। শ্রীলঙ্কার হয়ে ২৫ রানে ২ উইকেট নিয়ে সেরা বোলার মালকি মাদারা। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টি আগামী ১৫ সেপ্টেম্বর।

এসএ/সিলেট