নুরুজ্জামান, মাহবুব আলী ও বাবুর সম্পদ অনুসন্ধানে দুদক

post-title

ছবি সংগৃহীত

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, ভুয়া রোগী সাজিয়ে সরকারি অনুদানের অর্থ হাতিয়ে নেওয়া, করোনাকালে প্রশিক্ষণ না করিয়ে বিল উত্তোলন, কাজ না করেই টিআর, কাবিখার মতো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ক্ষমতার অপব্যবহার করে তিনি নিজ মায়ের নামে ‘করিমপুর নূরজাহান-সামসুন্নাহার মা ও শিশু বিশেষায়িত হাসপাতাল’ নির্মাণ করেছেন। এ ছাড়া দুদকের গোয়েন্দা তদন্তে দেশে-বিদেশে নিজ ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।

সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রী-পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু ক্ষমতার অপব্যবহার করে নিজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামান এন্টারপ্রাইজের নামে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কাজ বাগিয়ে নিতেন। রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি-ফ্ল্যাট, নিজ ও স্ত্রী-সন্তানের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। বিদেশেও তার বিপুল অবৈধ সম্পদের তথ্য মিলেছে।

এসএ/সিলেট