নগরীর ফুটপাত-সড়ক ফের দখলে : ছাত্র-জনতাকে নিয়ে অ্যাকশনে যাচ্ছে সিসিক

post-title

ছবি সংগৃহীত

নগরীর যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান করবে সিলেট সিটি কর্পোরেশন। আগামী রবিবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালিত হবে। সিসিকের জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিটি কর্পোরেশন জনসংযোগ শাখা সূত্রে জানা যায়— ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, সড়ক ও ফুটপাতসমূহ দখল করে ব্যবসা পরিচালনা করছেন ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে নগরজুড়ে চরম দুর্ভোগ ও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফুটপাত থেকে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য গত কয়েক দিন ধরে নগরীর বিভিন্ন স্থানে মাইকিং করা  হচ্ছে। জনসাধারণের চলাচল ও যানজট নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসির নেতৃত্বে, কাউন্সিলরবৃন্দ, ছাত্র—জনতা ও স্থানীয়দের সহযোগিতায় আগামী রবিবার সকাল ১১টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী অভিযানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। —বিজ্ঞপ্তি

এসএ/সিলেট