প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ দিল ইরান

post-title

ছবি সংগৃহীত

প্রথমবারের মতো ইরান সরকারে নারী মুখপাত্র নিয়োগ দেয়া হয়েছে। বুধবার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক মন্ত্রিসভা বৈঠকে ওই নারীকে নিয়োগ দেন। এর মধ্যদিয়ে দেশটিতে প্রথমবার কোনো নারীকে সরকারের মুখপাত্র করা হলো।

স্থানীয় সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৫৪ বছর বয়সী ফাতেমেহ মোহাজেরানি এর আগে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মুখপাত্র ছিলেন আলী বাহাদোরি জাহরোমি।

মোহাজেরানি ১৯৭০ সালে ইরানের মারকাজি প্রদেশের আরাক শহরে জন্মগ্রহণ করেন। তিনি স্কটল্যান্ডের এডিনবরা থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি অর্জন করেন।

এসএ/সিলেট