অধিনায়ক সূর্যের ভয়ডরহীন ক্রিকেটের...
বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন অধিনায়ক রোহিত শর্মা। তখন মনে করা হচ্ছিল— সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ায় হতে চলেছেন ভারতের নতুন অধিনায়ক।...
বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হারের পর তুমুল সমালোচনা চলছে পাকিস্তান ক্রিকেট দলের। তারকা ব্যাটার বাবর আজম ও অধিনায়ক শান মাসুদের সমালোচনা সবচেয়ে বেশি। এ দু’জনের ওপরই হারের দায় চাপাচ্ছেন দেশটির ক্রিকেটপ্রেমীরা। তবে শান মাসুদ বাজে খেলার কথা স্বীকার করলেও পরোক্ষভাবে আবহাওয়ার ওপর দায় চাপিয়েছেন। আর প্রথম ইনিংসে ডিক্লেয়ার করা নিয়ে পুড়ছেন অনুশোচনায়। রিজওয়ানের ডাবল সেঞ্চুরির সম্ভাবনা মাড়িয়ে ডিক্লেয়ার করায় এমনিতেই অনেকে নাখোশ ছিল। এবার হারের কারণ হয়ে গেল বিষয়টি।
ডিক্লেয়ার না করলে হয়তো হারের লজ্জা পেতে হতো না বলেও ধারণা মাসুদের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তড়িঘড়ি ডিক্লেয়ার করা নিয়ে প্রশ্ন করা হলে পাকিস্তান অধিনায়কের জবাব, ‘ইতিবাচক চিন্তা থেকেই তো ডিক্লেয়ার করেছিলাম। চতুর্থ ইনিংসে তাদের চাপে ফেলার পরিকল্পনা থেকেই এটা করা হয়েছিল। আর আমাদের যে রান ছিল, লিড নেওয়া উচিত ছিল। বল হাতে আমরা যদি আরেকটু ভালো করতে পারতাম, তাহলে আমরা লিড নিতে পারতাম কিংবা তাদের আমাদের কাছাকাছি আটকাতে পারতাম। তবে পঞ্চম দিনে যে পিচ এমন হয়ে যাবে, সেটা বুঝতে পারিনি। বুঝতে পারলে ডিক্লেয়ার করতাম না।’
মাসুদের সবচেয়ে বড় আক্ষেপ আবহাওয়া নিয়ে, ‘অজুহাত দেওয়ার কোনো জায়গা নেই। তবে যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে পারিনি। প্রথম দিনের অর্ধেকটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল। যার মানে, সাড়ে চার দিনের টেস্ট। তার ওপর ইসলামাবাদের যে আবহাওয়া, প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস ছিল। আমরা এখানে ৯ দিন ধরে আছি। টেস্ট শুরুর আগে প্রতিদিনই বৃষ্টি হয়েছে। কিন্তু গত চার দিন এখানে এক ফোঁটা বৃষ্টি হয়নি।’
বৃষ্টির বিষয়টি ধরে নিয়েই নাকি চার পেসার নিয়ে খেলতে নেমেছিলেন তারা, যা শেষ পর্যন্ত বুমেরাং হয়েছে বলে জানান মাসুদ, ‘আমরা ভেবেছিলাম, কোনোভাবেই এখানে পুরো পাঁচ দিন খেলা হবে না। প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস ছিল। উইকেটে কিছুটা ঘাসও ছিল। তাই আমরা ভেবেছিলাম পেসাররা এখানে কার্যকর হবে। হয়েছে এর উল্টো। আমরা বুঝতে ভুল করেছিলাম।’
এসএ/সিলেট