মধনগরে গাঁজাসহ নারী আটক

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত নারী মাদক ব্যবসায়ী হলো উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের মৃত বশির উদ্দিন এর স্ত্রী মোছাঃ রেনু আক্তার (৭০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৫ আগস্ট) রাত দেড়টার দিকে থানা পুলিশের বিশেষ অভিযানে ওই নারী মাদক ব্যবসায়ীর নিজ বসত ঘর থেকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে মধ্যনগর থানার একটি চৌকশ পুলিশ টিম।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, আটককৃত ওই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএ/সিলেট