শ্রীমঙ্গলে অপহৃত শিশু উদ্ধার, যুবক...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণের সাথে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল...
মৌলভীবাজারের কমলগঞ্জের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
এ সময় ভানুগাছ বাজারে সংক্ষিপ্ত এক পথসভায় তিনি বলেন, “সম্প্রতি বন্যায় ক্ষত বিক্ষত জনপদের দু:খী ভাইবোনদের পাশে দাঁড়াতে এসেছি। ভারত থেকে নেমে আসা ও পাহাড়ি ঢলে বন্যায় মারা যাওয়া লোকদের দাফন করারও জায়গা পাওয়া যাচ্ছে না। পানিবন্দী লোকদের কেউ কেউ টিনের চালায়ও রাত কাটিয়েছেন। এদেশ আঠারো কোটি মানুষের। কে হিন্দু, কে মুসলিম সেটি দেখার বিষয় নয়। সবার সমান অধিকার রয়েছে। সংখ্যালঘু বলতে কিছু নেই, এদেশ সকল ধর্মের মানুষের।”
শনিবার বিকাল সাড়ে ৪টায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে এসে ভানুগাছ বাজারে সংক্ষিপ্ত এক পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উপজেলা শাখার আমীর মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও এড. মো. কামরুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রিয় সহকারী সেক্রেটারী জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগর সেক্রেটারী শাহজাহান আলী, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা নায়েবে আমীর মাও: আব্দুর রহমান, মৌলভীবাজার জেলা সেক্রেটারী ইয়ামীর আলী প্রমুখ।
পরে প্রধান অতিথি সভায় বন্যা দুর্গত লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
তিনি আরো বলেন, “বাংলাদেশের জনগণ আর কখনো জালিম সরকারকে দেখতে চায় না। জালিম কোন সরকার যেন আর ফিরে না আসে। অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে একটা পরিবর্তন হয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষার পর যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে আর কখনো যেন কোন জালিম সরকার ফিরে না আসে।”
ছাত্রজনতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ছাত্র-তরুন, যুবকদের রক্তের বিনিময়ে বৈষম্যবিরোধী আন্দোলনের তোড়ে দেশ থেকে আওয়ামী জালিম সরকার পালিয়েছে। তাদের জন্য আমরা দোয়া করি।
এসএ/সিলেট