অধিনায়ক সূর্যের ভয়ডরহীন ক্রিকেটের...
বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন অধিনায়ক রোহিত শর্মা। তখন মনে করা হচ্ছিল— সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ায় হতে চলেছেন ভারতের নতুন অধিনায়ক।...
আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হওয়ার কথা ছিল নারীদের টি-২০ বিশ্বকাপ। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে আসরটি সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বকাপ আমিরাতে হলেও বাংলাদেশ আনুষ্ঠানিক আয়োজক থাকবে।
এবার বাংলাদেশ সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ‘এ’ দলও। দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল কিউইদের। ম্যাচগুলো হওয়ার কথা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
কিন্তু নিউজিল্যান্ড সরকার সে দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ায় আপাতত নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশে আসা হচ্ছে না। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস আজ জাতীয় একটি দৈনিক পত্রিকাকে বলেন, ‘ভ্রমণে সতর্কতা থাকায় বোর্ডের কিছু করার থাকে না। এটি রাষ্ট্রীয় বিষয়। ওদের সঙ্গে আলাপ করছি। সফরটি বাতিল হবে না। আশা করছি, অন্য কোনো সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করতে পারব।’
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট খেলতে আগামী অক্টোবরে নিউজিল্যান্ড দলের ভারত সফর আছে। ‘এ’ দলের বাংলাদেশ সফরকে তারা দেখছিল সেই সিরিজেরই প্রস্তুতি হিসেবে। পরিবর্তিত পরিস্থিতিতে সেটি আর হচ্ছে না।
এসএ/সিলেট