এবার শাবি এলাকায় সংঘর্ষের ঘটনায় মামলা, আসামী ৯৪

post-title

ছবি সংগৃহীত

এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় ও আখালিয়া এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গত ১৮ জুলাই হামলা এবং গুলির ঘটনায়  সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট)  মামলাটি দায়ের করেন সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের অনন্তপুর গ্রামের জুবেল আহমদ। আন্দোলন চলাকালে তিনি গুলিতে আহত হয়েছিলেন। মামলায় মোট ৯৪ জনকে আসামী করা হয়েছে।

আসামীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও মোগলগাও ইউপি চেয়ারম্যান হিরণ মিয়া, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নূরে আলম সিরাজী, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু, জেলা আওয়ামী লীগ নেতা ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, মহানগর আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মকসুদ আহমদ, পুলিশ কর্মকর্তা আব্দুল কাইয়ুম, এসআই আসাদুজ্জামান, এসআই মাহবুব আলম মন্ডল, এসআই বাহার, আ’লীগের মকসুদ, আব্দুল জলিল, আজম আলী, উস্তার আলী, নুরুল আমীন, সিরাজ উদ্দিন, কুতুব উদ্দিন, শাবাজ আহমদ, সোহেল, মিলাদ, নুর উদ্দিন, শাহিন, গিয়াস মেম্বার, কামাল আহমদ, জয়নাল আবেদীন, কয়সর আহমদ, এম লিয়াকত আলী, জাকারিয়া মাহমুদ, মনফর আলী, মুহিবুর রহমান মুহিব, দুদু মিয়া, গোলাম মস্তফা, নুরে আলম সিরাজী, নুরুল আমীন, ফয়সল, আজির উদ্দিন (পাশা), আব্দুল বাশার, আব্দুল মন্নান, জামাল মিয়া, নুরুল আমীন, ছাবিল মিয়া, মানিক মিয়া, সেলিম মিয়া, চুনু মিয়া, আব্দুল মালিক, বিলাল মিয়া, ইব্রাহিম আলী, লিলু মিয়া, সুলতান, শরীফ, সোপান, আনসার উদ্দিন, মুহিব্রু রহমান, হেলাল মিয়া, আরমান, মনির মেম্বার, গুলসান, তরিক উল্লাহ, সালাম, শায়েস্তা তালুকদার, রুহুল তালুকদার, বাবুল মিয়া, খলিল আহমদ, চুনু মিয়া, লিটন আহমদ, মস্তফা উল্লাহ, চান মিয়া, নেছার আহমদ, সাইদুর রহমান সৈয়দ, আবুল হাসনাত, জসিম উদ্দিন, ফজলুর রহমান, আব্দুল বাছিত, সিরাজুল ইসলাম, আব্দুল করিম রিপন, লোকমান আহমদ, আব্দুল জলিল, সাব্বাখ আলী, নাজিম উদ্দিন, আব্দুল হক সাধু, বাবুল মিয়া, আলিনুর রহমান, আব্দুল কুদ্দুস চৌধুরী, আইয়ুব আলী, কছির মিয়া, মাসুম আহমদ, সিয়াম আহমদ বাপ্পি, মহানগর কৃষক লীগের সেক্রেটারী জমশেদ সিরাজ, যুবলীগ নেতা জুবেল আহমদ, আহমদ হোসেন মনু, মহানগর আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদ, আ. লীগের নুরুল আমীন খুকু,বাবুল আহমদ, আবু সুফিয়ান, মোক্তাদির ও সোহেল আহমদ।

এজাহারটি আমলে নিয়ে জালালাবাদ থানাপুলিশকে মামলা নথিভুক্তির নির্দেশ দিয়েছন আদালত।  

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ‍্যাডভোকেট আব্দুল খালিক।

এসএ/সিলেট