সাজেকে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক

post-title

ছবি সংগৃহীত

টানা বৃষ্টিতে সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং ও বাঘাইহাট ডুবে গেছে। এতে সাজেক দুই শতাধিক পর্যটক আটকে পড়েছেন। তবে বাঘাইছড়ির ইউএনও বলছেন, আটকা পড়া পর্যটকের সংখ্যা ২৫০ এর বেশি। 

জানা গেছে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বাঘাইহাট-সাজেক সড়কের মাচলং ও বাঘাইহাট ডুবে গেছে। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সাজেকে দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

সাজেক হিলভিউ কটেজের সত্ত্বাধিকারী ইন্দ্র চাকমা জানান, সাজেক-বাঘাইহাট সড়কে পানি উঠায় সাজেকে বেড়াতে আসা দুই শতাধিক পর্যটক খাগড়াছড়িতে ফিরতে পারছেন না। তবে আজ সড়ক থেকে পানি না সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাজেক কটেজ-রিসোর্ট সমিতির নির্ধারিত নিয়ম অনুযায়ী আটকা পড়া পর্যটকদের জন্য পানি খরচ বাদে রুম ভাড়ার ছাড় দেওয়া হবে।

বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার জানান, সড়ক থেকে পানি কমে গেলে তাদের ফিরে আনা হবে।


এসএ/সিলেট