জকিগঞ্জে সোহেল হত্যা : চার...
সিলেটের জকিগঞ্জে সোহেল হত্যা মামলার চার আসামীকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা...
ছবি সংগৃহীত
সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে ২৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (এসএমপি) একটি টিম।
বুধবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের সামন থেকে এসব পণ্য জব্দ করা হয়।
এসময় একটি পিকআপ ও এক চোরাকারবারিকে আটক করে পুলিশ। আটক যুবক হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর উপরশ্যামপুর গ্রামের কামাল হোসেন পাখির ছেলে মো. জাকারিয়া আহমদ।
এসএমপি’র মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে (i) ৪৫৫ পিস বিভিন্ন রংয়ের ভারতীয়
শাড়ি (ii) Sunmax Luxury Suiting (24 meter), কাপড়ের রুল ১০ পিস, (iii)
Super Shine Gwalior (24 meter), কাপড়ের রুল ১৩ পিস, , (iv) Super Shine
COTT PLUS (28 meter), কাপড়ের রুল ০৮ পিস(v) ANGOORA, Crypto Giza (42
meter), কাপড়ের রুল ০৫ পিস, (vi) KEJRIWAL লাল রংয়ের ভ্যালবেট কাপড় (47
meter), কাপড়ের রুল ১৭ পিস, সর্বমোট ভারতীয় পণ্যের মূল্য ২৪,২০,০০০/-
(চব্বিশ লক্ষ বিশ হাজার) টাকা, এবং উক্ত মালামাল বহনের কাজে ব্যবহৃত ০১টি
নেভি ব্লো রংয়ের ডিআই পিকআপ যার রেজি: নম্বর ঢাকা মেট্রো-ন-২০-২৬০৩ পেয়ে
জব্দ করা হয়। এসময় আটক যুবকের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে এসএমপি
কোতয়ালী মডেল থানার মামলা নং-৫১, তাং-৩১/০৭/২০২৪ খ্রিঃ ধারা The Special
Power Act, 1974 এর 25B(1)(b)/25D মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ স্কর্টের
মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে ।
এসএ/সিলেট