যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আরও ৮২...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটিতে যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনার মধ্যেই বর্বর ইসরাইলি হামলায়...
ছবি সংগৃহীত
ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাস্তায় নামা বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ মধ্য কারাকাসে নেমে আসে। কেউ কেউ শহরের চারপাশের পাহাড়ি বস্তি থেকে কয়েক মাইল হেঁটে আসতে থাকেন প্রেসিডেন্ট প্রাসাদের দিকে।
দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ (সিএনই) নিকোলাস মাদুরোকে প্রেসিডেন্ট পদে জয়ী ঘোষণার পরদিনই রাজধানীতে শুরু হয় বিক্ষোভ। বিরোধীরা বলছেন, মাদুরোকে প্রেসিডেন্ট পদে জয়ী ঘোষণা করা হয়েছে জালিয়াতির মাধ্যমে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ ও প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাওয়া ঠেকাতে কারাকাসের সড়কগুলোতে বিপুলসংখ্যক সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে বিপুলসংখ্যক মানুষও সমবেত হয়েছেন সড়কে।
পুলিশ, সেনা ও বামপন্থী আধা সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। শহরের গুরুত্বপূর্ণ অনেক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের সতর্ক করে ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল বলেছেন, বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করা হলে আইনের কঠোর প্রয়োগ করা হবে।
২০১৩ সালে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যুর পর থেকে ১১ বছর ধরে প্রেসিডেন্ট পদে রয়েছেন মাদুরো। টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন এবার। রোববার সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হয়। দেশটির নির্বাচনে ২ কোটি ১০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। এই নির্বাচনের মাধ্যমে ১১ বছর ধরে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো আবারও ক্ষমতায় আসলেন। তবে এবার সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন তিনি। নিকোলাস মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির ২৫ বছর ধরে দেশটিতে ক্ষমতায় আছেন।
বামপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ক্যান্সারে মারা যান ২০১৩ সালে। এরপর ক্ষমতায় আসেন ৬১ বছর বয়সী মাদুরো। এবার সব বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে এডমুন্ডো গনজালেজ উরুতিয়াকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেছে। প্রধান বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদোকে সরকারি দায়িত্ব গ্রহণে নিষিদ্ধ করার পর তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
আগের দুটি নির্বাচনে (২০১৩ ও ২০১৮) বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস জিতেছিলেন। মাদুরো তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হলেন, যা ২০২৫ সালে শুরু হয়ে ছয় বছর চলবে। তিনি বাম ও গণতান্ত্রিক দলগুলোর একটি বিশাল জোটের নেতৃত্ব দিচ্ছেন, যারা ২৫ বছর আগে সংঘটিত বলিভারিয়ান বিপ্লবকে রক্ষা করতে একত্র হয়েছে।
এসএ/সিলেট